ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেলহাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু
Reporter Name

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৪ জন, নেত্রকোনা জেলার ২ জন ও জামালপুরের একজন রয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)। এছাড়াও ময়মনসিংহ গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁও উপজেলার শামসুন্নাহার (৮৫), নেত্রকোনা দুর্গাপুর উপজেলার জয়নব বানু (৭০) ও জামালপুর ইসলামপুর উপজেলার করিমন (৫২) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

জানা গেছে, চলতি আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

ডা. মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৯১৬ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৯১ জন।

Leave a Reply

Your email address will not be published.

x