জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার নির্গত অ্যামোনিয়া ও তরল বর্জ্যের দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় তারাকান্দি তিতাস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যমুনা সারকারখানার চর্তুপার্শ্বের তারাকান্দি, চরপাড়া,কান্দারপাড়া,পলিশা ও বৈশের চর এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ছাদেক হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক এ বি এম মোশরেকুল আলম লিচু,আব্দুস ছালাম মাস্টার, সহকারী শিক্ষক বজলুর রশিদ,জয়নাল আবেদীন ও ব্যবসায়ী লিটন মিয়া প্রমুখ। বক্তারা যমুনা সারকারখানা কর্তৃপক্ষের নিকট দ্রুত সময়ের মধ্যে বিষাক্ত পানি অপসারণের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন।
Leave a Reply