ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
Reporter Name

হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার: সকলকে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন। আজ সোমবার (১২ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেই সাথে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।

রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৩ এর সদস্য, স্কাউট সদস্যগণ অভিযানে সহায়তা করেন।

রংপুর মহানগরীর কামাল কাছনা, সাতমাথা, শালবন এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মাস্ক না পড়ায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।

এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x