ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
মমেক হাসপাতালে একদিনে ৭ জনের প্রাণহানি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ৫ জন ও জামালপুরের ২ জন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), ত্রিশাল উপজেলার আমেনা খাতুন (৭০), তারাকান্দা উপজেলার রওশন আরা (৫০) ও জামালপুর গোপালপুর উপজেলার রাবেয়া (৬৫)।

উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ গৌরীপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুর উপজেলার ওসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯১ জন এবং আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২১ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১ টি নমুনা পরীক্ষায় আরো ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৪৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published.

x