লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি মোঃ হাসানুজ্জামান হাসান মঙ্গলবার সকাল 10 ঘটিকায় দিনাজপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
সাবেক সংসদ সদস্য মোঃ হাসানুজ্জামান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন এর মৃত কবির উদ্দিনের ছেলে ।
কর্মজীবন: 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং বুড়িমারী স্থল বন্দর সি এন্ড এফ এজেন্ট সমিতির সভাপতি ছিলেন ।
তার মৃত্যুতে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন গভীরভাবে শোকাহত ।
বিকেল পাঁচটায় মরহুম সাবেক সংসদ হাসানুজ্জামান হাসানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।
জানাজার নামাজে দল-মত নির্বিশেষে সকলে উপস্থিত ছিলেন । এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ উপস্থিত ছিলেন । তিনি বলেন দল বড় কথা না আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো দল-মত নির্বিশেষে মানুষের সাথে একসাথে কাজ করব । সকলে মরহুম হাসানুজ্জামান হাসান এর জন্য দোয়া করবেন ।