ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এই হাসপাতালে এটিই সবচেয়ে কম মৃত্যুর ঘটনা বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার তিনজন এবং শেরপুর ও গাজীপুরের একজন করে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৩৬১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৮৬টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন।
Leave a Reply