ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
আনোয়ার হোসেন

যশোরের বেনাপোল সীমান্তে বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জেল হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।

গতকাল সোমবার ( ২৩আগষ্ট ) সন্ধা ৭টার সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।  পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের  পশ্চিম পাড়ার খোদা বক্স মোড়লের ছেলে সাজ্জেল হোসেন।

বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে  এস আই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর সিমান্ত এলাকার গ্রামে তাকে গ্রেফতার করে সাজ্জেলের  বাড়িতে অভিযান চালিয়ে তার উঠান হতে ৫০ পিস ইয়াবা সহ সাজ্জেল হোসেন কে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

x