ঢাকা, সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একদিনে ৫ জনের প্রাণহানি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ ও উপসর্গ ১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, শেরপুরের ১ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), ফুলবাড়িয়া উপজেলার মোকসেদ আলী (৫৫), গফরগাঁও উপজেলার আনোয়ারা (৬৫) ও শেরপুর নালিতাবাড়ী উপজেলার রঞ্জিত সাহা (৬০) এবং সন্দেহজনক উপসর্গ নিয়ে গাজীপুর সদরের শরীফা খাতুন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯২ জন এবং আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৪ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৮৬ টি নমুনা পরীক্ষায় আরও ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮.৯৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৩৯০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭২ জন।

x