ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
খুলনা-৪ আসনের সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাবেক সভাপতি শেখ সাহিদুর রহমান (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাইয়ের ছেলে দীঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

বাদ আসর মরহুমের জানাজা দীঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শেখ সাহিদুর রহমান সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, দীঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, দীঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের কৃতী সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.