ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সুন্দরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
জুয়েল রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের খামার পাছগাছি গ্রামের মাইদুল ইসলাম নামের এক যুবকের বিদ্যুৎর্স্পষ্টে মুত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতির সকালে। মাইদুল ওই গ্রামের হেকিম আলীর ছেলে। জানা গেছে, মাইদুল সকালে স্থানীয় ইছাহক আলীর রাইস মিলে ধান ভাংগতে য়ায়। ধানের বস্তা রেখে মিলের ভিতরে প্রবেশ করলে ঝুলানো বিদ্যুৎতের তারের সাথে জড়িয়ে সে গুরুতর অসুস্থ্য হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মেডিকেল অফিসার তাকে মৃত্যু ঘোষণা করে।

এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।

x