ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
৬ ঘন্টার মধ্যে চুরি হওয়া মোবাইল উদ্ধার করল কটিয়াদী থানা পুলিশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

তিন মাস আগে পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকার রাজাবাজার নিজ বাসা থেকে চুরি হওয়া মুঠোফোন সেট ফেরত পেয়েছেন আরটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার ভূঞা। কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন মাস পর মোবাইলটি চালু করার ৬ ঘন্টার মধ্যে মোবাইলফোনটি উদ্ধার করেছে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন রবিবার আনুষ্ঠানিকভাবে আরটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার ভূঁঞার হাতে তার চুরি হওয়া মুঠোফোন সেটটি হস্তান্তর করেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেনকে মোবাইল চুরির বিষয়ে জানালে। তিনি ভাট্রা হাওড় তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোজাম্মেলকে চুরি হওয়া মুঠোফোন উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। পরে এএসআই বারেক তথ্যপ্রযুক্তি কটিয়াদী থানার শিমুয়া নোহাদীয়া এলাকার এক গৃহবধূর কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করেন। তবে ওই গৃহবধূর যার কাছ থেকে ফোন সেটটি ক্রয় করেছেন তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
উপ-পরিদর্শক (এএসআই) মো.মোজাম্মেল হক জানান, আরটিভির রির্পোটার নাদিরা আক্তারে নিজ বাসা থেকে ১৪ মে পবিত্র রোজা ঈদের দিন মুঠোফোন সেটটি চুরি হয়। পরে মোবাইল ফোনটি দীর্ঘ সময় বন্ধ ছিল। দুই দিন আগে মোবাইল ফোনটি চালু করলে কটিয়াদীর বনগ্রাম ইউনিয়নের শিমুয়া- নোহাদীয়া এলাকায় লোকেশন দেখালে কটিয়াদী মডেল থানার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ ঘন্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
হারিয়ে যাওয়া মুঠোফোন ৩ মাস পর ফিরে পেয়ে নাদিরা আক্তার বলেন,হারিয়ে যাওয়া ফোন সেটটি ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। পুলিশের আন্তরিকতার কারণে ফোন সেটটি ফিরে পেয়েছেন। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এখন অনেক এগিয়ে। অপরাধীর চেয়ে পুলিশ অনেক শক্তিশালী। কেউ অপরাধ করে ছাড় পাবে না।

Leave a Reply

Your email address will not be published.

x