ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
গাছতলায় ক্লাস নিলেন রাবির তিন শিক্ষক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনেই গাছতলায় ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষক। সোমবার বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে গাছতলায় ক্লাস নেন শিক্ষকরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন মিডিয়া ও শিক্ষাখাতের ওপর ক্লাস নেন। ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ ক্লাস নেন।

সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মঙ্গলবার বেলা ১১টায় একই স্থানে ক্লাস নেওয়ার ঘোষণাও দিয়েছেন ওই শিক্ষকরা।

এদিকে ক্লাস থেকে দাবি জানানো হয়, দেশে সবকিছু স্বাভাবিক চলছে, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা সমর্থনযোগ্য নয়, তাই অতিদ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা।

এর আগে গত শনিবার রাতে স্বশরীরে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাস নেওয়ার ঘোষণা দেন রাবির ওই তিন শিক্ষক। এরপর থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানাতে থাকেন এবং সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published.

x