ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
জামালপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি
এ,এস,পলাশ,জেলা প্রতিনিধি-
জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়সূএে,
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৬৪ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২৭ জন (জামালপুর সদর- ৯ জন, মেলান্দহ- ৫ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ২ জন ও সরিষাবাড়ী- ১০ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৮১৬ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- দেওয়ানপাড়া, জাঙ্গালিয়া, শহীদ হারুন সড়ক, পাথালিয়া, আমলাপাড়া ২ জন, পিয়ারপুর, মিয়াপাড়া ও মেডিকেল রোড।
মেলান্দহ- সুরুলিয়া, মেলান্দহ ২ জন, কড়ইচূড়া ও চর বসন্ত।
মাদারগঞ্জ- মাদারগঞ্জ।
ইসলামপুর- আগরাখালী ও তেঘুরিয়া মীরপাড়া।
সরিষাবাড়ী- ধানাটা, মেইয়া ২ জন, আদারভিটা, হাটবাড়ী, পল্লী বিদ্যুৎ অফিস, কদুলা, পোগলদিঘা, মাইজবাড়ী ও রুদ্র বয়ড়া।
সর্বশেষ সুস্থ ৪১ জন (জামালপুর সদর- ১৫ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ৬ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ১১ জন ও বকশীগঞ্জ- ৬ জন)।
সর্বমোট সুস্থ ৪৩০০ জন।
সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৯১ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ১৬৪ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৫০৯১ টি।
কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করার জন্য আহ্বান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x