ঢাকা, শুক্রবার ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
মানসিক ভারসাম্যহীন বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
আব্দুল কাদির, সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম- রাজু (১৮)। সে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ঠাকুরবাড়ি তারুখাল এলাকার আরমান আলির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় ভাই মানিক মানসিক ভারসাম্যহীন। তাকে সব সময় বেঁধে রাখা হয়। মাসের ১০ দিন ভালো থাকলে ২০ দিন মানসিক সমস্যায় ভোগে। বুধবার দিবাগত রাতে বড় ভাই মানিক (২২)কে বাধা অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলে সে কুড়াল দিয়ে ছোট ভাই রাজুর মাথায় আঘাত করে। গুরুতর আঘাতপ্রাপ্ত হয় রাজু। সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যায়।

গোয়ানঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, স্থানীয় এবং পরিবারের অভিবাবকগণ তাকে মানসিক ভারসাম্যহীন বলছে। তার চিকিৎসার কিছু কাগজপত্রও দেখিয়েছে।

এ ঘটনায় তাদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বড় ভাই মানিককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাদবাকি বিষয়ে আদালত পর্যবেক্ষণ করবে।

x