ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
আবার লকডাউনের ঘোষণা আসতে পারে, জানালেন মন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ জীবন-জীবিকার তাগিদে শিথিল করা হয়েছে। তবে করোনাভাইরাসের পরিস্থিতির আরও অবনতি ঘটলে ফের বিধিনিষেধ দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা দুটি কৌশলই অবলম্বন করব। একটা হলো বিধিনিষেধ বা লকডাউন দেয়া। আরেকটি হচ্ছে ছেড়ে দেয়া। কিন্তু সবাইকে মাস্ক পরতে হবে।

আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত বছর প্রথমবারের মতো বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর আরও কয়েক দফায় তা আরোপ ও শিথিল করা হয়। গত ১ জুলাই থেকে চলাচলে আবারও বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়।

2 responses to “আবার লকডাউনের ঘোষণা আসতে পারে, জানালেন মন্ত্রী”

  1. … [Trackback]

    […] Find More Info here on that Topic: doinikdak.com/news/46662 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/46662 […]

Leave a Reply

Your email address will not be published.

x