ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
জামালপুরে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু
এ,এস,পলাশ,জামালপুর -
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ৮ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ২৫ টি নমুনা পরীক্ষায় ১১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৪২ টি নমুনা পরীক্ষায় ৩ জন অর্থাৎ মোট ১৪৯ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২২ জন (জামালপুর সদর- ১০ জন, মেলান্দহ- ১ জন, ইসলামপুর- ৩ জন, সরিষাবাড়ী- ৩ জন, দেওয়ানগঞ্জ- ৩ জন ও বকশীগঞ্জ- ২ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৭৬১ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- বজ্রাপুর, সদর, হেলেঞ্চা, গেইটপাড়, নরুন্দী, শ্রীরামপুর, বোষপাড়া, শ্রীপুর, স্টেশন রোড ও নান্দিনা।
মেলান্দহ- ডেফলা পাড়া।
ইসলামপুর- বেনুয়ার চর, শশারিয়া বাড়ী ও গাজীপুর।
সরিষাবাড়ী- সরিষাবাড়ী ৩ জন।
দেওয়ানগঞ্জ- চুনিয়াপাড়া, শাহজাদপুর ও ডালবাড়ী।
বকশীগঞ্জ- মদনের চর ও সাতানীপাড়া।
সর্বশেষ সুস্থ ৫৫ জন (জামালপুর সদর- ১৩ জন, মেলান্দহ- ৪ জন, মাদারগঞ্জ- ৮ জন, ইসলামপুর- ৬ জন, সরিষাবাড়ী- ১১ জন, দেওয়ানগঞ্জ- ১ জন ও বকশীগঞ্জ- ১২ জন)।
সর্বমোট সুস্থ ৪২৩৮ জন।
সর্বশেষ মৃত্যু ৩ জন (জামালপুর সদর ১ জন ও সরিষাবাড়ী ২ জন)।
১. ঠিকানা- সর্দারপাড়া, জামালপুর সদর, জামালপুর, বয়স- ৬৮ বছর, লিঙ্গ- পুরুষ, নমুনা সংগ্রহ- ০৫/০৮/২০২১, নমুনা পরীক্ষা- ০৭/০৮/২০২১, মৃত্যু- ১০/০৮/২০২১ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।
 ২. ঠিকানা- সরিষাবাড়ী, জামালপুর, বয়স- ৪ দিন, লিঙ্গ- মেয়ে শিশু, নমুনা সংগ্রহ- ০৮/০৮/২০২১, নমুনা পরীক্ষা- ১০/০৮/২০২১, মৃত্যু- ১০/০৮/২০২১ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।
৩. ঠিকানা- সরিষাবাড়ী, জামালপুর, বয়স- ৭০ বছর, লিঙ্গ- পুরুষ, নমুনা সংগ্রহ- ০৮/০৮/২০২১, নমুনা পরীক্ষা- ১০/০৮/২০২১, মৃত্যু- ১০/০৮/২০২১ (ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।
সর্বমোট মৃত্যু ৯০ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ১৫১ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৪৭৯৫ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ১৪৯ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩৪৭৭৭ টি।
নমুনা পরীক্ষা পেন্ডিং- ১৮ টি।

Leave a Reply

Your email address will not be published.

x