বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে ওয়ানডের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তার নেতৃত্বে ৫০টি জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও ছিলেন দুর্দান্ত নেতা। ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০টি ম্যাচ জেতান দলকে।
২০১৭ সালে নেতৃত্বের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটকেও বিদায় জানান দেশের এই সফলতম অধিনায়ক। এরপর সাকিব হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে ওঠে টি-টোয়েন্টি দলের দায়িত্ব।
রিয়াদের নেতৃত্বেও দারুণ খেলছে দল। জিম্বাবুয়ে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সিরিজ।
তাতেই রিয়াদ ছুঁয়ে ফেলেছেন মাশরাফীকে। দুইজনের নেতৃত্বে বাংলাদেশের জয় এখন ১০টি করে। কদিন বাদেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
অজিদের যেভাবে হারিয়ে দিয়েছে তাতে নিউজিল্যান্ডের নতুন দলটাকে হারাতে নিশ্চয় বেগ পেতে হবে না টাইগারদের।
১০টি জয় পেতে মাহমুদউল্লাহর লেগেছে ২২টি ম্যাচ। মাশরাফীর লেগেছে ২৮টি ম্যাচ। তিন নম্বরে থাকা মুশফিকুর রহিম ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে সফল হন ৮ ম্যাচে। সাকিব আল হাসান ২১ ম্যাচে নেতৃত্ব দিয়ে জেতান ৭টি ম্যাচ। ১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে সবচেয়ে কম ২টি ম্যাচ জেতান মোহাম্মদ আশরাফুল।