ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া সাতজনের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এ ছাড়া ওই সময়ের উপসর্গ নিয়ে মৃত পাঁচজনের মধ্যে- ময়মনসিংহের তিন ও নেত্রকোনার দুজন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় এক হাজার ২৩৫টি নমুনা পরীক্ষা করে ২২৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১৮ দশমিক ১৭ শতাংশ।
হাসপাতালের করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৪৫৯ রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১৭ রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৩ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
Leave a Reply