এদের মধ্যে ১৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ১২ জন, নেত্রকোনার ৯ জন, জামালপুরের ৪ জন, টাঙ্গাইলের ২ জন এবং শেরপুর, গাজীপুর ও সুনামগঞ্জের ১ জন করে রয়েছে।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় সময়ে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
এর আগে বুধবার (৪ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৮১৭ জন।
cost lasuna – buy cheap himcolin himcolin drug
besivance without prescription – order besivance eye drops cheap sildamax
buy gabapentin cheap – buy nurofen without prescription azulfidine 500 mg brand
buy probenecid 500 mg generic – how to buy monograph tegretol oral
celecoxib 200mg pills – buy celecoxib 100mg generic indocin 50mg pills
order colospa 135mg generic – mebeverine 135 mg us buy cilostazol for sale
diclofenac generic – buy aspirin 75 mg pill aspirin cost
cheap rumalaya generic – rumalaya online purchase endep pills
buy mestinon 60 mg – pyridostigmine cheap order imuran 25mg generic