ঢাকা, বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা
এ,এস,পলাশ,জামালপুর-
জামালপুরসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধ হুমকি ও নির্যাতনের প্রতিবাদে সভা করেছে জামালপুর প্রেসক্লাব।
 সেই সথে সাংবাদিকদের বিরোদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বাতিলের দাবি জানিয়েছেন। ঐ সভায় জামালপুরসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানানো হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের হলরোমে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরসহ প্রত্যেক উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, ঝালকাঠির প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. আক্কাস সিকদারসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বাংলাভিশনের সাংবাদিক জুলফিকার মো. জাহিদ, ইউএনবির সাংবাদিক বজলুর রহমান, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

x