অবশেষে পিছিয়েই গেল ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর। চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল জো রুট-মরগানদের।
কিন্তু সেই সফর পিছিয়ে গেল ১৮ মাস বা দেড় বছর! অর্থাৎ ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।
মঙ্গলবার দুপুরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে ইসিবি জানিয়েছে, সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পৃথক দুই সিরিজ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যৌথ মত বিনিময়ের মাধ্যমে সূচি চূড়ান্ত করা হয়েছে।