ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় করোনার সর্বশেষ হালচাল
এ,এস,পলাশ-
ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী,গত ২৪ ঘন্টায়
ময়মনসিংহে ৪৯৫ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ও ১৬ জন কোভিড পজিটিভ রোগী পুনঃ শনাক্ত হয়েছেন।
পরীক্ষা হয়েছে মোট ১৬১৭ টি।
এন্টিজেন টেস্ট পজিটিভ ২৫৮ এবং আরটি পিসিআর টেস্ট পজিটিভ ২৩৭।
কোভিড টেস্ট পজিটিভ মৃত্যুঃ ৬জন
সদর ২, ত্রিশাল ২, গৌরিপুর ১,
হালুয়াঘাট ১
বিস্তারিতঃ
নতুন এন্টিজেন টেস্ট পজিটিভঃ ২৫৮
সদর ১১০,নান্দাইল ১২,
ঈশ্বরগঞ্জ ৮,গৌরিপুর ১৪,
মুক্তাগাছা ২৮,ফুলবাড়িয়া ৯,
গফরগাঁও ২২,ভালুকা ২০,
ত্রিশাল ১৩,ফুলপুর ০,
তারাকান্দা ১,হালুয়াঘাট ২১,
ধোবাউড়া ০
নতুন আরটি-পিসিআর পজিটিভঃ ২৩৭
সদর ১৬৯,নান্দাইল ২,
ঈশ্বরগঞ্জ ৭,গৌরিপুর ৭,
মুক্তাগাছা ৪,ফুলবাড়িয়া ৭
গফরগাঁও ৮,ভালুকা ৫
ত্রিশাল ১২,ফুলপুর ৫
তারাকান্দা ৬,হালুয়াঘাট ০
ধোবাউড়া ৫
ফলো আপ পজিটিভঃ ১৬
সদর ৫,ঈশ্বরগঞ্জ ৫,
গৌরিপুর ১,ফুলবাড়িয়া ২,
ত্রিশাল ৩,

Leave a Reply

Your email address will not be published.

x