ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
লকডাউনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান, চারটি প্রতিষ্ঠানে জরিমানা
 মোঃরিফাত ইসলাম ফরিদপুর প্রতিনিধি
ঈদুল আযহা পরবর্তী লকডাউনের ৯ম দিনে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত সরকারি বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।৩১জুলাই ২০২১ তারিখে আনুমানিক দুপুর ১২ টার সময়ে ফরিদপুর সদর উপজেলার জনতা ব্যাংকের মোড়, আলীপুর মোড়, আলীপুর গোরস্থান এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।অভিযান পরিচালনার সময় বিধি নিষেধ ভঙ্গ করে শোরুম খোলা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাটারফ্লাই, আরএফএল ডিলার ও সিঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে ১৪,০০০ (চোদ্দ হাজার টাকা) ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলামিন এলজি শোরুম একটি প্রতিষ্ঠানে ৫০০০ (পাঁচ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় ব্যাটালিয়ান আনসারের সদস্যবৃন্দ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।এ সময় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধান ও জারীকৃত বিধি নিষেধ মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x