ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
রায়গঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান, রায়গন্জ, সিরাজগন্জঃ

সিরাজগন্জের রায়গন্জে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যুহয়েছে।

গতকাল সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের বিলচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবাইয়া খাতুন (১০) একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও নিঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।শিশুটির খালু ওসমান গনি জানান, ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল রুবাইয়া।

দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসলে নেমে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

x