ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনের করোনা এবং উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন।

বর্তমানে করোনা হাসপাতালে ২৭৪ জন ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪৩ জন রোগী। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়াতে হাসপাতালে সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। ফরিদপুরে এ পর্যন্ত ১৬ হাজার ৮২৯ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলায় ১২৩ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৭১ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শতকরা হারে ৫২ দশমিক ০৭ শতাংশ।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ১২৩ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ৭১ জন। করোনার বিধিনিষেধ না মানার কারণেই ফরিদপুরে বেড়ে চলছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা।

One response to “ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/39872 […]

Leave a Reply

Your email address will not be published.

x