করোনা মহামারির চলমান পরিস্থিতিতে এবারো মসজিদে মসজিদে ঈদ-উল আযহার জামাত অনুষ্টিত হয়েছে। জেলা ব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ উর্দ্বগতি বিভেচনা করে ঈদগাহে ঈদের জামাত বাতিল করা হয়। যার কারণে গত ঈদের মতো ঈদুল আযহার জামাত মসজিদে মসজিতে আদায় করেন মুসল্লিরা।
বুধবার (২১ জুলাই) সকালে শ্রীমঙ্গল কেন্দ্রীয় থানা জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল আযহার আযহার দুটি জামাত অনুষ্টি হয়। এছাড়াও উপজেলার প্রতিটি মসজিদে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। ঈদ জামাত শেষে দেশ ও জাতির কল্যানে মোনাজাত অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল থানা জামে মসজিদে প্রথম জামাতে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি মুসল্লিরা সঙ্গে জামাত আদায় করেন।
এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো, আব্দুছ ছালেক, জেলা আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, মসজিদের মোতাওয়াল্লী মোঃ আব্দুল মুকিত, মসজিদের সাবেক ইমাম আলহাজ্ব হযরত মাওলানা হাজি আব্দুর নুর (বড় হুজুর) মসজিদ কমিটির সহ সভাপতি হাজি শামসুল ইসলাম,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ লুৎফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কদর আলী, সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, আব্দুল কাদির খান সহ অসংখ্য মুসল্লী জামাতে অংশ নেন।
খুতবায় কোরবানির বিষয়াদি নিয়ে বয়ান করে জামাতের পর করোনাভাইরাস মহামারী থেকে বিশ্বের মানব জাতীকে হেফাজতের জন্য আল্লাহর নিকট মোনাজাত করেন মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুছ নিজামী।