গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৯ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১১ জন মারা যায়।
করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৭০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৭৫ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষায় আরও ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ২১১ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৬১২ জন।