ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
বিরামপুরে এগারো জুয়াড়ী আটক
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় এগারো জুয়াড়ীকে আটক করে।

মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জুলাই)  রাত্রী দেডটায় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে বিরামপুর থানার একটি টহল দল সর্ঙ্গীয় ফোর্সসহ পৌর শহরে রাত্রীকালীন শহর ডিউটি করার সময় ৯৯৯ নং হট লাইন সেবার মাধমে জানতে পারেন বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বামনাহার গ্রামে জনৈক শরিফুল ইসলামের টিন শেডের বাড়িতে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বামনাহার গ্রামে  ঐ বাড়িতে থানা পুলিশ অভিযান চালান। এসময় আইন অমান্য করে প্রকাশ্যে জুয়া খেলার সময় থানা পুলিশ ধাওয়া করে এগারো জুয়াড়ীকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন জুয়াড়ী পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলার তিন বান্ডিল তাস, নগদ ৩ হাজার ৩’শত ৭০টাকা, ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করেন।

আটককৃত জুয়াড়ীরা হলেন,বিরামপুর পৌর শহরের বামনাহার গ্রামের আমজাদ হোসেনের পুত্র আব্দুস সালাম(৩৫), একই প্রামের জহির উদ্দিনের পুত্র সোহেল রানা(৩৫), মৃতঃ খাজেরর পুত্র মেহেদী হাসান(৪৫), মৃতঃ আঃ হাকিমের পুত্র ওয়াহেদুল ইসলাম(৪০), মৃতঃ খজের উদ্দিনের পুত্র রবিউল ইসলাম(৩৫), আকমল হোসেনের পুত্র জাকির হোসেন(৩২), মৃতঃ ছফির উদ্দিনের পুত্র আহাদ আলী(৪৫), মৃতঃ আজিজার রহমানের পুতে এনামুল হক(২৫), আকবর আলীর পুত্র মোস্তফা সরকার(২৭), হাছেন আলীর পুত্র ফিরোজ কবির(২৮), আনিছুর রহমানের পুত্র শরিফুল ইসলাম(৪০)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকাশ্যে জুয়া খেলার সময় এগারো জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃত জুয়াডীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দিয়ে বৃহস্পতিবার (২২জুলাই) দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলা নং-১৯, তাং ২২/০৭/২০২১ইং। অন্যান্য অজ্ঞাতনামা পলাতক জুয়াড়ীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

x