ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
আম্বরখানায় মাংস বিক্রেতাদের সরিয়ে দিলো পুলিশ
রুবেল আহমদ সিলেট প্রতিনিধিঃ

আম্বরখানায় মাংস বিক্রেতাদের সরিয়ে দিলো পুলিশ

আম্বরখানা এলাকায় কোরবানীর গরুর মাংস বেচা-কেনা বন্ধ করে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। বিভিন্ন বাসা বাড়ি থেকে সংগ্রহ করে লোকজন কোরবানীর গরুর মাংস বেচা-কেনা করছিলেন লোকজন। এতে করে অনাকাঙ্খিত যানজটের কবলে পড়তে হয় নগরবাসীকে। উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ‘সিলেট নগরীতে কোরবানীর গরুর মাংস বেচা-কেনার ধুম’  ভিড় দেখে নজরে আসে সিলেট মেট্টোপলিটন পুলিশ কতৃপক্ষের।  এসএমপির কোতোয়ালী থানা পুলিশের শাহজালাল তদন্ত কেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে মাংস বিক্রেতাদের সরিয়ে দেয়।

এর আগে সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর পুরাতন পুলের দক্ষিণ মুখ, রেল গেইট, নাগরী চত্বর, আম্বরখানা পয়েন্ট, বন্দরবাজার, দর্শণ দেউড়ী, চৌহাট্টা, দরগাহ মহল্লা, জালালাবাদ, সুবিদ বাজার, কুমারগাও সহ বিভিন্ন এলাকায় কোরবানীর গরুর মাংস বেচা-কেনা হচ্ছে।

এসব স্থানে কোন প্রকার স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে মাংস বেচা-কেনা।

x