ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
ঝিনাইদহে সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঝিনাইদহে সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু

ঝিনাইদহ সদরে সাপের কামড়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। বুধবার (২১জুলই) সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)।

বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরের মেঝেতে নতিরন নেছা আর খাটে ঘুমিয়েছিলেন নাতি তরিকুল। রাতের যেকোন সময় একটি বিষাক্ত সাপ প্রথমে তরিকুলকে ও পরে নতিরন নেছাকে ছোবল দেয়।

বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন প্রথমে তাদের স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে ভোরেই তরিকুলের মৃত্যু হয়। পরে সকালে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

x