ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
নওগাঁর মান্দায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে স্ত্রীর হত্যা, আটক ২
গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁ
নওগাঁ জেলার মান্দা উপজেলায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে  স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে অাটক করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ মরিয়ম (মমতা) বেগম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের অাঁশনদী গ্রামের মোজাম্মেল হোসেনের  মেয়ে ।
স্থানীয়রা জানান, উত্তর পরানপুর গ্রামের মৌলভী পাড়ার মোস্তাক আহমেদের ছেলে কামেল হাসানের সঙ্গে ৩ বছর  আগে নিয়ামতপুর উপজেলার অাঁশনদী গ্রামের  মোজাম্মেল হোসেনের  মেয়ে মরিয়ম (মমতা)’র  বিয়ে হয়।
মরিয়ম মমতার স্বামী কামেল হাসান পেশায় একজন সরকারি  কৃষি ব্লক অফিসার। স্থানীয়রা জানান, ইতিপূর্বে ও  প্রায় কামেল হাসান তার স্ত্রীকে  মারধর করতেন। ।
বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে ছিল। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে গৃহবধূর মৃত্যুর খবর  জানতে পারেন স্বজনেরা ।
নিহত  স্বজনদের অভিযোগ, মেয়ে  মরিয়ম মমতার বিয়ের পর থেকে  কামেল হাসান, শ্বশুর মোস্তাক আহমেদ ও শাশুড়ি জান্নাত ফেরদৌসসহ মেয়ের ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছিল।
মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তার পরিবার।
নিহতের শ্বশুর  মোস্তাক আহমেদ জানান,তার ছেলে বলেন মরিয়ম স্টক করছে ডাক্তার দেখাতে হবে। সাথে সাথে ফোন করে ডাক্তার নিয়ে আসি। ডাক্তার বলেন জীবন আছে, হাসপাতালে নিয়ে যান  । পরে মান্দা উপজেলা  হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ও নিহতের স্বামী  জানান হঠাৎ সকালে ১০ টার দিকে তার স্ত্রী  মরিয়ম (মমতা) অসুস্থ হয়ে পড়ে,অার অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মারধোর করিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে হয়েছে। ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

9 responses to “নওগাঁর মান্দায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনে স্ত্রীর হত্যা, আটক ২”

  1. Yrtnzz says:

    purchase lasuna pills – buy lasuna tablets purchase himcolin sale

  2. Ckmlur says:

    buy besifloxacin no prescription – cheap sildamax generic purchase sildamax online

  3. Vxrodw says:

    buy gabapentin 600mg without prescription – sulfasalazine over the counter buy cheap generic sulfasalazine

  4. Fuftes says:

    buy generic probenecid 500mg – order benemid generic buy generic carbamazepine for sale

  5. Rlrhbt says:

    celecoxib 100mg drug – order urispas for sale oral indocin

  6. Mjqocz says:

    order mebeverine 135 mg pills – buy mebeverine 135mg online cheap order generic cilostazol

  7. Coucbz says:

    voltaren 50mg drug – oral aspirin generic aspirin

  8. Rupnun says:

    purchase rumalaya generic – purchase shallaki for sale order amitriptyline 50mg online cheap

Leave a Reply

Your email address will not be published.

x