ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা পজিটিভ ও ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১৫ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১০ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।
মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোনা ৩, শেরপুর ও টাঙ্গাইলে ১ জন করে ছিলেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল আইসিইউতে ২০ জনসহ ৩৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস হতে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১৬০টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৮৬ জন শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১২০ জন।