কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের (তিন) নং ওয়ার্ড (তালুকশাখাতী) নামক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আত্মহত্যা করা ব্যাক্তির নাম: বিপুল বর্মা(৪৫) পিতার নাম: কানু বর্মা। পারিবারিক সূত্রে জানা যায় আজ ভোর ছয় ঘটিকার দিকে বাড়ির পিছনে
সুপারী বাগানে টয়লেটে যায়, কিন্তু দীর্ঘ সময় টয়লেট থেকে না ফিরলে তার স্ত্রীর মনে সন্দেহ জাগে এতক্ষন টয়লেটে থাকার কারন কি? পরে তিনি নিজে বাড়ির পিছনে সুপারী বাগানে গেলে দেখতে পায় তার স্বামী আম গাছে ঝুলে আছে, পরে আশপাশের মানুষ খবর পেয়ে ছুটে আসে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে তিনি একজন মানসিক রোগী, প্রায় ভারসাম্য হারিয়ে ফেলে। তার কোন শত্রু বা পারিবারিক কলহ নেই, মানসিক সমস্যা থাকার কারনে নিজেই আত্মহত্যা করে। পরে কালীগঞ্জ থানা পুলিশ বিষয়টি সরজমিনে এসে তদন্ত করে।