শ্রীমঙ্গলে মির্জাপুরে অবৈধ ৮টি দোকান ঘর উচ্ছেদ, ৪০ শতক ভূমি উদ্ধার
শ্রীমঙ্গল উপজেলার ১ নং মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজারে অবৈধ দখলদারদের ৮টি দোকান ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এই উচ্ছেদের ফলে দখলদারির কবল থেকে ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (এসিলেন্ড) মো. নেছার উদ্দিন অভিযান চালিয়ে এই ভমি উদ্ধার করেন।
অভিযানে শ্রীমঙ্গল থানা প্রশাসন সহযোগিতা করেন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, ধোবারহাট বাজারে ৪০ শতক ভূমির উপর ৮টি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল দখলদাররা। খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সেই সব স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়। এই দোকান ঘরগুলি উদ্ধারের ফলে বাজারের শৃঙ্খলা ফিরে আসে। এখন থেকে এই ভূমির উপর সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে গরুর বাজার বসানো সম্ভব হবে।