ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ভৈরবে ইয়াবাসহ র‍্যাবের হাতে নারী আটক
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ৭৪০ পিস ইয়াবাসহ নিয়াশা মনি নামে মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যরা। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধিন জালালপুর ফেকামাড়া গ্রামের মো ঃ জালাল মিয়ার স্ত্রী। গতকাল বুধবার দুপুর ২টা ১০ মিনিটের সময় তাকে শহরের দুর্জয় মোড় থেকে আটক করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের লিখিত বক্তব্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুর্জয় মোড় এলাকার ফুলকলি দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী নিয়াশা মনিকে আটক করা হয়। এ সময় তার নিজ হেফাজতে রাখা ৭৪০ পিস ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে নিয়াশা মনি জানান, সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এনে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানের মাদক কারবারীদের কাছে ইয়াবা বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে আটককৃত নিয়াশা মনির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

x