ছেলের মোবাইল ফোন ভাঙার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
জয়পুরহাটের কালাইয়ে ছেলের মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে শাহিনুর আকতার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী আজিবর রহমান।
মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায়, উপজেলার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু আপন (১১) এবং পরাণ (৯) নামের দুই সৎ ভাই মঙ্গলবার বিকালে মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেম খেলছিলো। এসময় পরাণের মা চাতাল শ্রমিক সর্দার শাহিনুর (২৮) ছেলেকে দু-তিনবার ডাক দেয়। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি। ফলে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে আছাড় দিলে তা ভেঙে যায়। কিছুক্ষণ পরে শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু বিষয়টি জেনে স্ত্রীকে মোবাইল ভাঙার কারণে স্ত্রীকে মারপিট করে। এ ঘটনায় শাহিনুর গুরুতর আহত হন। তাকে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
… [Trackback]
[…] Read More here to that Topic: doinikdak.com/news/36024 […]
… [Trackback]
[…] Read More on on that Topic: doinikdak.com/news/36024 […]
… [Trackback]
[…] Information on that Topic: doinikdak.com/news/36024 […]