ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
রংপুরে লকডাউন শিথিলের খবরে মানুষের ভিড় বেড়েছে
হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার

করোনা সংক্রমনের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে না আসায় আগামী (১ জুলাই) বৃহস্পতিবার থেকে দেশে কঠোর লকডাউন জারি করা হয়।
প্রথমে ৭ দিনের জন্য হলেও পড়া আবার ৫ জুলাই বলা হয় আরো ৭ দিন বাড়বে লকডাউন পরে তা বাড়িয়ে বুধবার (১৪ জুলাই) পর্যন্ত বাড়ানো হয়েছে।

২ সপ্তাহের আরোপিত বিধিনিষেধের পর ঈদকে সামনে রেখে আজ বুধবার (১৪ জুলাই) থেকে শুক্রবার (২৩ জুলাই) পর্যন্ত শিথিল করার সিদ্ধান্তের খবরে রংপুরে বেড়েছে মানুষের চলাচল ও ভীড়।

নগরীর রাস্তাগুলোতে আগের তুলনায় মানুষের চলাচল বেড়েছে । লকডাউনে অটো চলাচল নিষিদ্ধ করলেও বিভিন্ন রাস্তায় চলছে অটো।
নগরীর পায়রা চত্বর,শাপলা চত্বর,জাহাজকোম্পানি মোড়,মেডিকেল মোড় এলাকায় গাড়ি চলাচল ও মানুষের ভীড় বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে অনেকে দোকানপাটও খুলছে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যপক তৎপরতা ও মামলা দিয়েও চলাচল ও ভীড় নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান,আমরা মানুষের চলাচল ও ভীড় নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছি। কিন্ত মানুষ সচেতন না হওয়ায় মানুষদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছেনা বলেও জানান তিনি।

x