ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন
১৩ জুলাই: ইতিহাসের এই দিনে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আজ ১৩ জুলাই ২০২১, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

১৩ জুলাই: ইতিহাসের এই দিনে

ঘটনাবলি:
১৮৩০ – কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন [স্কটিশ চার্চ কলেজ] চালু হয়।
১৮৩২ – হেনরী স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।
১৮৫৮ – স্কটিশ সংস্কার আইন পাস হয়।
১৮৭১ – পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো লন্ডনে বিড়াল প্রদর্শনী।
১৮৭৮ – তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৮৮২ – রাশিয়ায় এক রেল দুর্ঘটনায় ২০০ জনের মৃত্যু হয়।
১৯০৫ – কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
১৯৩০ – উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।
১৯৩১ – জার্মানীর একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানীর সব ব্যাংক বন্ধ হয় যা আবার ৫ আগস্ট খুলে।
১৯৩৯ – ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন।
১৯৭৩ – আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা।
জন্ম:
১৬০৮ – হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ জন্মগ্রহণ করেন।
১৭৪৮ – লরেন জোসো নামের বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ফ্রান্সের লিওন শহরে জন্মগ্রহণ করেন।
১৮৮০ – কথাসাহিত্যিক ইসমাইল হোসেন শিরাজী জন্ম গ্রহণ করেন।
১৮৯৪ – রুশ সাহিত্যিক আইজাক বাবেল জন্মগ্রহণ করেন।
১৯০০ – বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ছবি বিশ্বাস জন্মগ্রহণ করেন।
১৯৪১ – আমেরিকান অভিনেতা রবার্ট ফ্রষ্টার জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
৬৭৮ – হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)।
১৭৯৩ – ফরাশি সাংবাদিক ও বিপ্লবী জ্যা পল মারাত তার বাথটাবে রাজনৈতিক প্রতিপক্ষ চার্লট কর্ডের হাতে নিহত হন।
১৯২১ – নোবেলজয়ী (১৯০৮) পদার্থ বিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপমান সমুদ্রে ডুবে নিহত।
১৯৬৯ – ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ’র মৃত্যুবরণ করেন।
১৯৮০ – বতসোয়ানার প্রথম প্রেসিডেন্ট সেরেতসি খামার মৃত্যুবরণ করেন।

One response to “১৩ জুলাই: ইতিহাসের এই দিনে”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/35656 […]

Leave a Reply

Your email address will not be published.

x