কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার সময় সেখানে বিদেশি নাগরিকসহ অন্তত চারশ থেকে পাঁচশ জন মানুষ ছিল বলে দাবি করেছেন ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী।
সেখানে ‘শক্তিশালী’ বিস্ফোরণই হয়েছে বলে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমরা আহতদের স্ট্রেচারে সরিয়ে নিয়েছি। আমার কাপড় রক্তে একদম ভিজে গেছে।
এদিকে আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ টুইটারে বিস্ফোরণের স্থান থেকে আহতদের ঠেলাগাড়িতে সরিয়ে নেওয়ার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
সেখানে দেখা গেছে রক্তমাখা কাপড়ে আহত কয়েকজনকে ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে। নারী ও শিশুসহ বহু মানুষকে নিজেদের মাথায় কাপড়ের ব্যান্ডেজ বেঁধে পালাতে দেখা গেছে। ওই বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
কাবুলের একটি হাসপাতাল জানিয়েছেন, তাদের জরুরি বিভাগে অন্তত ৩০ আহত ব্যক্তি এসেছেন। তাদের মধ্যে ছয়জন পথেই মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলার স্থানে ‘লাশের স্তূপ’ দেখা গেছে বলে জানিয়েছেন বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি।
তিনি বলেন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে লাশের স্তূপ দেখা গেছে। তাই ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
কাবুল বিমানবন্দরের বাইরে ‘আত্মঘাতী’ হামলায় শিশু ও বিদেশি নাগরিকসহ ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান। এই বিস্ফোরণে তালেবানের কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটে এই হামলার ঘটনা ঘটে বলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে জানিয়েছেন। ওই গেটসহ কাবুল বিমানবন্দরের তিনটি গেটে হামলা চালানো হতে পারে বলে এর আগে খবর পাওয়া গিয়েছিল।
অ্যাবি গেটে অবস্থান নিয়েই মার্কিন এবং ব্রিটিশ সৈন্যরা হাজার হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
সেখানে অন্তত দুইটি বিস্ফোরণ হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বিস্ফোরণে কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিবিসি সংবাদদাতা জনাথান বিইল জানিয়েছেন, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে কাবুল বিমানবন্দরের এই হামলা সম্পর্কে খবর দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।
এই ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার নিরাপত্তা কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করতে যাচ্ছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কাবুল বিমানবন্দরে কয়েক ঘণ্টার মধ্যেই ‘ভয়াবহ’ হামলা হতে পারে বলে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপির আশঙ্কা প্রকাশের পরই এ হামলার খবর সামনে এলো।
Asking questions are actually good thing if you are not understanding anything fully,
however this piece of writing gives pleasant understanding
even.
I do accept as true with all the ideas you have offered for your post.
They’re really convincing and can definitely work.
Nonetheless, the posts are very short for newbies. May just you please prolong them a little from subsequent time?
Thanks for the post.
Thankfulness to my father who informed me about this web
site, this webpage is truly amazing.
cheap lasuna for sale – buy generic lasuna himcolin pills
where to buy besivance without a prescription – how to get sildamax without a prescription buy sildamax pill
neurontin 600mg pill – nurofen price buy azulfidine online
probalan for sale – buy probenecid generic buy generic carbamazepine for sale
purchase celebrex sale – indocin price buy indocin generic
buy mebeverine sale – brand cilostazol cost pletal 100mg
voltaren 100mg uk – order aspirin 75mg pills aspirin 75mg us
rumalaya tablet – purchase shallaki sale cheap elavil 10mg
mestinon online – buy azathioprine no prescription imuran 50mg usa