হবিগঞ্জের বানিয়াচংয়ে মায়ের লাশ গোসল করাতে গিয়ে মাসুম মিয়া (১৪) নামের এক ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই গ্রামের আব্দুল হান্নানের পুত্র। তার মায়ের নাম সামিনা বেগম (৬৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে ক্যান্সারে আক্রান্ত সামিনা বেগম মারা যান। সন্ধ্যায় মৃতের লাশ গোসল করাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন মাসুম।
তাৎক্ষণিকভাবে বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুমকে মৃত ঘোষণা করেন। ৬ ভাই ও ১ বোনের মধ্যে মাসুম সবার ছোট। তিনি নবম শ্রেণিতে পড়াশোনা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। রাত ৯ টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।
এদিকে মা ও ছেলের একই দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
… [Trackback]
[…] Info on that Topic: doinikdak.com/news/35643 […]
… [Trackback]
[…] Find More to that Topic: doinikdak.com/news/35643 […]
… [Trackback]
[…] Here you will find 15344 additional Info to that Topic: doinikdak.com/news/35643 […]