স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার তথা ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত সিলেটসহ সারাদেশে খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। ফলে কিছুটা শিথিল হচ্ছে কঠোর বিধিনিষিধ।
কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর অন্যান্য বিধিনিষেধ বলবৎ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।