টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ট্যাড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তুহিন এর উদ্যোগে করোনা সম্মুখ যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , নাগরপুর উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয় সহ গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হিসেবে ডেড বডি ব্যাগ, অক্সিজেন ফ্লোমিটার, পিপিই,মাস্ক,গ্লাভস,হ্যান্ড স্যানিটাইজার ও পাইলস মিটার দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার প্রবির কুমার সরকার ও দেলদুয়ার উপজেলা পরিষদের সিএ আব্দুল বাতেন ও নাগপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হুমায়ূন কবির ও ডাঃ শায়েদ আলী ইমরান, নাগপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল ও রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ মন্টু মিয়ার হাতে তুলে দেন শিল্পপতি তুহিনের প্রতিনিধি আতিকুর রহমান নিল্টু ও আশিকুর রহমান নিশাদ।