২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলকে পৃষ্ঠপোষকতা করবে অনলাইন শপিং সাইট দারাজ ডটকম ডটবিডি।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৯ বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোনো পৃষ্ঠপোষক ছিল না ক্রিকেট দলের। করোনার কারণে সিরিজ বাই সিরিজ চুক্তিতে এগিয়ে যাচ্ছিল বিসিবি। দীর্ঘমেয়াদে পৃষ্ঠপোষক খোঁজার প্রক্রিয়ায় পাওয়া গেল ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান দারাজকে।
সাকিব-তামিমদের জার্সিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত দেখা যাবে দারাজের লোগো। দারাজের সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি একই মেয়াদে টিম কিটস পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে।
বাংলাদেশের সবশেষ সিরিজ নিউজিল্যান্ড সফরে পৃষ্ঠপোষক হয়েছিল আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এখন ৭ এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের পৃষ্ঠপোষক থাকবে দারাজ।
এ বছর ও আগামী বছর দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। সেখানেও টাইগার জার্সিতে থাকবে দারাজের লোগো। নিউজ সোর্সঃ ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের পৃষ্ঠপোষক দারাজ