ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ হরিনাকুন্ডুতে সাপের কামড়ে প্রাণ গেলো এক কলেজ কর্মকর্তার
হাবিবুর রাহমান ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের সাইফুল এর মৃত্যু হলো সাপের কামড়ে, ঝিনাদহের হরিনাকুন্ডু উপজেলার মান্দিয়া আইডিয়াল  কলেজের ৪র্থ শ্রেণির কর্মী সাইফুল মালিতা (৫৫) মৃত ফুলউদ্দিন মালিতার ছেলে।

গত ০৭/০৭/২০২১ বুধবার দুপুর ২.৫০ মিনিটে নিজ বাসভবন থেকে টাকা আনতে যেয়ে বাক্সে হাত দেওয়া মাত্রই সাপে সাইফুল এর শরিরে আঘাত করে এ সময় সর্পদংশনে তিনি গ্রামের ওঝার মাধ্যমে দেখালেও ব্যার্থ হন ওঝাগন। এবং ৪ঘন্টা পার হবার পর সাইফুল কে কুষ্টিয়া সদর হাসপাতালে  নিয়ে যাবার পথে সন্ধ্যা ৭ টাই সাইফুল মালিতার মৃত্যু হই। এবং কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ, তাকে মৃত বলে নিশ্চিত করেন।

সাইফুল এর মৃত্যুতে কালাপাড়িয়া ও মান্দিয়া গ্রামবাসী এবংতার প্রতিষ্ঠানের অনান্য শিক্ষক, শিক্ষিকা, এবংসহকর্মীরা গভীর শোকে শোকাহত।

x