ঢাকা, রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
লকডাউনের ৫ম দিনেও কঠোর অবস্থানে ফুলবাড়ী প্রশাসন 
হেলাল উদ্দিন  ফুলবাড়ী

করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনেও কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সরকার ঘোষিত লকডাউনের পর থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুমন দাস, ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ অন্যান্য পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে ফুলবাড়ীর বিভিন্ন হাট বাজার সহ বালারহাট বাজার লকডাউন কার্যকরে ব্যাপক তৎপরতা চালান।  এ সময় মুখে মাক্স না থাকার কারণে বালারহাট বাজারে তিন জনের ১০০+৫০+৫০=২০০/= ও কদমতলা বাজারে দুই জনের ১০০+১০০=২০০/= মোট ৪০০/= টাকা পাঁচ জনের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস।  বালারহাট বাজারে বিকাল ৫টার ভিতর বন্ধ করার নির্দ্দেশ ও যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক দিয়ে সতর্ক করে দ্যান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।পুলিশের তৎপরতায়   রাস্তা ঘাট ছিল সাবাভিক  আর কাঁচাবাজার ও ঔষধের দোকান ছাড়া বন্ধ ছিল দোকানপাট।

লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।

 

x