করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিনেও কঠোর অবস্থানে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।
সরকার ঘোষিত লকডাউনের পর থেকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড সুমন দাস, ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ অন্যান্য পুলিশ সদস্য ও আনছার সদস্যদের নিয়ে ফুলবাড়ীর বিভিন্ন হাট বাজার সহ বালারহাট বাজার লকডাউন কার্যকরে ব্যাপক তৎপরতা চালান। এ সময় মুখে মাক্স না থাকার কারণে বালারহাট বাজারে তিন জনের ১০০+৫০+৫০=২০০/= ও কদমতলা বাজারে দুই জনের ১০০+১০০=২০০/= মোট ৪০০/= টাকা পাঁচ জনের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন দাস। বালারহাট বাজারে বিকাল ৫টার ভিতর বন্ধ করার নির্দ্দেশ ও যাদের মুখে মাস্ক নাই তাদেরকে মাস্ক দিয়ে সতর্ক করে দ্যান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।পুলিশের তৎপরতায় রাস্তা ঘাট ছিল সাবাভিক আর কাঁচাবাজার ও ঔষধের দোকান ছাড়া বন্ধ ছিল দোকানপাট।
লকডাউন কার্যকরের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের লক্ষ্যে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।