দেশজুড়ে চলমান সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে রংপুর সড়কে আগের তিনদিনের চেয়ে গাড়ির চাপ বেড়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়েছে আগের চেয়ে বেশি। কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।
আজ রোববার (০৪ জুলাই) সকালে হতে বিকেল পযর্ন্ত নগরীর কিছু এলাকা ও সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় বের হয়েছেন কর্মজীবীরা।
করোনার মহামারিতে ক্ষতিগ্রস্থ নগরীর প্রায় ৫০০ ব্যাটারি চালিত অটোরিকশা, রিকশা-ভ্যানচালক এবং শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করা হয়েছে।
আজ (০৪ জুলাই) রবিবার বিকেলে রংপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রংপুর জেলা স্কুল মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, ডিআরআরও আখতারুজ্জামান, জেলা স্কাউট কমিশনার মোঃ সিদ্দিকুর রহমান, শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা ও তসলিম উদ্দিন প্রধান উচ্ছলসহ অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দগণ