ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
রংপুর বিভাগে করোনায় মৃত্যুর হার বেড়েই চলছে : মৃত্যু ১৬, সংক্রমণ ৫৫৬
হীমেল মিত্র অপু

কোভিড-১৯ ঊর্দ্বগতি রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন আজ (৪জুলাই) রবিবার চলছে।

রংপুর বিভাগে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে।

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে রংপুর বিভাগে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত শুক্রবার সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৬ জনের মধ্যে সাত জনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়, দিনাজপুরের চার জন, পঞ্চগড়ের দুই জন এবং তিন জন লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার এক হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৫৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ১৩২ জন, দিনাজপুরে ১০৭ জন, রংপুরের ৯৫, গাইবান্ধায় ৫৭, নীলফামারীর ৫০, কুড়িগ্রামের ৪০, লালমনিরহাটের ৩৯ এবং ৩৬ জন পঞ্চগড়ের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৮ জন।

এখন পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ২৮ হাজার ২৪৮ জনকে শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৫৬৭ জন।

x