ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ সেই সড়ক পরিদর্শনে ইউপি চেয়ারম্যান  
এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

ঝুঁকিপূর্ণ সড়কের সংবাদ প্রকাশের ১৫ দিন পর  কক্সবাজার সদরের ঈদগাঁওর ভোমরিয়াঘোনার সে সড়ক পরিদর্শনে গেলেন ইউপি চেয়ারম্যান।

৩ জুলাই বিকেলে এই যাতায়াত সড়ক পরিদর্শন কালে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম। এই সময় স্থানীয় মেম্বার আবদুল হাকিম ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান বলেন, খুব শ্রীঘ্রই ব্যবস্থা গ্রহন করা হবে। সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের পশ্চিম এবং পূর্ব ভোমরিয়াঘোনা যাতায়াত সড়কের খালের পাড় ভেঙ্গে চরম আতংকে দিন কাটাচ্ছেন প্রায় অর্ধ শতাধিক পরিবার। এই সড়ক দিয়ে রাজঘাটেও  লোকজন আসা যাওয়া করে থাকে প্রয়োজনীয় কাজকর্মে। প্রতিনিয়ন এসড়ক দিয়ে ৫/৬ হাজার লোকজন যাতাযাত করে যাচ্ছে। বর্তমানে সড়ক টির বেহাল দশা দেখার যেন কেউ নেই।

কয়েক বছর পূর্বে ঈদগাঁও নদীর ভোমরিয়াঘোনা কাসেম সওদাগরের দোকান সংলগ্ন স্থান হতেই লুতুর বাড়ীর মাথা পর্যন্ত স্থানটি পানিতে তোড়ে ভেঙ্গে গেছে। এটি দ্রুত সময়ে রক্ষা না করলেই বহু পরিবার নদীর সাথে মিশে যাবে। রক্ষাবাঁধ নির্মানের দাবী এলাকাবাসীর। সেসাথে মুল খাল থেকে প্রায় ৪বাঁশের মত স্থানীয়দের ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে।

স্থানীয় যুবক ইমরান তাওহীদ রানা জানিয়েছেন, ঈদগাঁও নদীর সাথে বিলীন হয়ে গেছে অসংখ্য জমি। রক্ষাবাঁধের দাবী এলাকাবাসীর।

উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন ইউপি মেম্বার আবদুল হাকিম।

 

3 responses to “ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ সেই সড়ক পরিদর্শনে ইউপি চেয়ারম্যান  ”

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/32223 […]

  2. brainsclub says:

    … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/32223 […]

  3. … [Trackback]

    […] Here you will find 87475 more Information on that Topic: doinikdak.com/news/32223 […]

Leave a Reply

Your email address will not be published.

x