কক্সবাজার সদরে ঈদগাঁওতে ঝটিকা অভিযান করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)।
৩ জুলাই বিকেলে ঈদগাঁও বাজারে এসিল্যান্ড নু এ মং মার্মার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ঈদগাঁও থানার পুলিশ দল উপস্থিত ছিলেন। ঈদগাঁও বাজারে মুদির দোকান, কনফেকশনারী চায়ের দোকানসহ যানবাহনকে জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, সরকার ঘোষিত কঠোর লকডাউনেও ঈদগাঁও বাজার প্রায় সব ধরনের দোকানপাঠ খোলা রয়েছে। অনিয়ন্ত্রিত রয়েছে ছোট ছোট যানবাহন চলাচল। টহল জোরদার আহবান সচেতন মহলের।