ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ পৌর শহরে একটু বৃষ্টি হলে সড়কের বেহালদশা
 মোঃ জুয়েল রানা সুন্দরগঞ্জ, গাইবান্ধা

সামান্য বৃষ্টি হলেই জমে যাচ্ছে হাটু পানি। অসংখ্য খানাখন্দে ভরে গেছে পৌর শহরের রাস্তাঘাট। ড্রেন এবং পাঁকা সড়ক নিমার্ণে বিলম্ব হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে পৌরসভার সড়ক সমূহ। বিশেষ করে সুন্দরগঞ্জ বাহিরগোলা মোড় হতে ডাক বাংলো মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় ড্রেনের গর্তে ভেঙে পড়ছে পাকা সড়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বাউন্ডারী ওয়াল। এদিকে মীরগঞ্জ বাজার সড়কের ড্রেন বন্ধ থাকার কারণে সড়কে জমে গেছে হাটু পানি। অবিরাম বর্ষনের কারণে থানা ও আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ড্রেনের গতে সড়ক ভেঙে পড়ার যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে পড়েছে।

পৌর কর্তৃপক্ষের দাবি ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট নিমার্ণ কাজ শেষ করার জন্য বহুবার আবেদন করা হয়েছে। তারপরও ড্রেন নিমার্ণ এখনও সম্পন্ন হয়নি। সে কারণে সড়ক সমুহ ভেঙে যাচ্ছে। পৌরসভার সহকারি প্রকৌশলী মেহেদুল ইসলাম জানান, গাইবান্ধার মেসার্স মতলুবুর রহমান ঠিকাদারী প্রতিষ্ঠান সুন্দরগঞ্জ পৌরসভার বাহিরগোলা মোড় হতে ডাক বাংলো মোড় এবং বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে বাজারের শেষ প্রান্ত পর্যন্ত  ১ হাজার ৩৪৫ মিটার ড্রেন এবং ৬২০ মিটার রাস্তা নিমার্ণ করছে। ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। বর্ধিত সময়সীমা ২০২১ সালের জুন মাস পর্যন্ত। প্যাকেজটির বিপরীতে নির্মাণ ব্যয় প্রায় ৩ কোটি ৩৭ লাখ টাকা। এখনও নিমার্ণ কাজের সিংহভাগ বাকী রয়েছে। সরেজমিন দেখা গেছে ড্রেনের গর্ত করা হলেও ঢালাইয়ের কাজ না করায় থানার বাউন্ডরী ওয়ালের প্রায় দেড়শত ফুট ভেঙে পড়েছে। পাশাপাশি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল এবং থানার বাউন্ডারী ওয়াল হুমকির মুখে পড়েছে। অবিরাম বর্ষনের তোড়ে গর্তে ধসে যাচ্ছে পাকা সড়ক। পৌরবাসি রেজাউল ইসলাম জানান, ধীরগতিতে ড্রেন নিমার্ণের কারণে বাউন্ডরী ওয়াল এবং পাঁকা সড়ক ভেঙে যাচ্ছে। এতে করে  ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি সাঈদ হাসান লোটন জানান, বৃষ্টি বাদলের কারণে প্রতিদিন কাজ করা সম্ভব হচ্ছে না। তারপরও স্যালো মেশিন দিয়ে পানি সরিয়ে ফেলে ড্রেনের কাজ করা হচ্ছে। সাবেক মেয়রের সিদ্ধান্তহীনতার কারণে ড্রেন নিমার্ণ বিলম্ব হয়েছে। সড়ক ধসে যাওয়ার ব্যাপারে পৌর সহকারি প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে হবে। পৌর মেয়র আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত ড্রেনের কাজ সম্পন্ন করার জন্য তাগাদা দেয়া হয়েছে। অবিরাম বর্ষণের কারণে ড্রেনের গর্তে পাঁকা সড়ক এবং বিভিন্ন প্রাতষ্ঠানের বাউন্ডারী ওয়াল ধসে পড়ছে। তাছাড়া ড্রেনের মুখ বন্ধ থাকায় সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

One response to “সুন্দরগঞ্জ পৌর শহরে একটু বৃষ্টি হলে সড়কের বেহালদশা”

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/32004 […]

Leave a Reply

Your email address will not be published.

x